বিন্দু :কোনো একদিন যদি হঠাৎ করে তোমার কাছে এসে বলি, চলো দুজন পালাই। তুমি কি ধরবে আমার হাত?
চন্দ্র :সত্যি যদি এমন হয় তাহলে আমি ও বলবো চলো পালাই।
বিন্দু :যদি সাত টা সমুদ্রপথ পাড়ি দিতে হয়, তখনি কি এমনি করেই বলবে?
চন্দ্র :আমি যদি হাজার মানুষের ভিড়ে তোমাকে খুঁজে বের করতে পারি, তাহলে সমুদ্রের বুকে হাঁটতে হাঁটতে এমনি করে বলবো রে পাগলি..
বিন্দু : যদি পৃথিবীর সকল দ্বারপ্রান্ত বন্ধ হয়, তুমি কি আগলে রাখবে তোমার বুকের পাঁজরে?
চন্দ্র :তুমি কি নিশ্চিত করতে পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসি।
বিন্দু :আমি প্রতিটা মুহূর্ত অনুভব করি তোমার ভালোবাসা, তবে জানো কেন জানি খুব ভয় হয়।
মাঝ দরিয়ায় ফেলে যাবে না-তো?
চন্দ্র :ঐ পাগলি এই কথা আসলো কেন? তুমি হয়তো বা জানো না আমি তোমাকে কতটা নিরাপদ আশ্রয়ে রাখি আমার এই বুকের ভেতর যত্ন করে..
বিন্দু :কতটা স্বস্তির নিশ্বাস নিয়েছি তোমায় বোঝাতে পারবোনা, চোখদুটো ছলছল তোমার ভালোবাসার গভীরতার মাঝে আমি হারিয়ে যাই। ঠিক এমনি করেই আগলে রেখো, আমার শুধুই এটুকুই চাওয়া,
তুমি এমনি করেই থেকো।
চন্দ্র :আছি আমি তোমার পাশে সেই আগের মতো করে, কথা দিলাম ও আমার পাগলি রে, আমি তো চাই তুমি থাকো আমার হয়ে আমারই পাশে।
বিন্দু : জানো চন্দ্র, আমি ধন্য তোমার বিন্দু হতে পেড়ে, আমি ধন্য তোমার ভালোবাসা পেয়ে।
১০/৫/২০১৮ সময় ৩:২০