তুমি - বেশি মায়ায় জড়ানো ভালো না।
আমি - মায়ার কী পরিমাপ আছে?
তুমি - কষ্ট পেতে হয় এতে।
আমি - ভয় পাও বুঝি?
তুমি - এখন আর কষ্ট বহন করতে পারি না।
আমি - আমার নাম কী তুমি জানো?
তুমি - কী?
আমি - ডায়েরি।
তুমি - কী হয় তাতে?
আমি - জমা রাখি।
তুমি - কী?
আমি - কষ্ট
তুমি - তবে, এত মায়া কেন?
আমি - কষ্ট কিনি
তুমি - অভিনয়ে?
আমি - না
তুমি - তাহলে
আমি - ভালোবাসার দামে।
তুমি - আমি ঋণী হয়ে যাবো
আমি - ভালোবাসায় ঋণ বলে কিছু নেই
তুমি - আমি তোমাকে ভালোবাসি "না"
আমি - সে আমি জানি
তুমি - তবুও ভালোবাসো?
আমি - হয়তো
তুমি - কী লাভ তাতে?
আমি - ভালোবাসা কী ব্যবসা না-কি?
তুমি - তা নয়
আমি - তাহলে?
তুমি - কেন ভালোবাসো?
আমি - স্বার্থে
তুমি - কী সেই স্বার্থ?
আমি - কষ্ট কিনবো বলে।
তুমি - অনেক মূল্য দিতে হবে।
আমি - কি চাও তুমি?
তুমি - তোমার চোখের জল।
আমি - তুমি কী জানো না ভালোবাসার আর এক নাম "জল"
২৬/৮/২০১৯ সময় ভোর ৪:৪৫