যেদিন,
সুখ পাখিটা খাঁচা ছেড়ে
উড়ে যাবে মন,
সেদিন,
বুঝবে তুমি কে ছিল
তোমার আপন জন।
যেদিন,
সাঙ্গ হবে শখের খেলা
দিন ফুরাবে শেষে,
সেদিন,
খুঁজবে আবার আপন মনে
হয়ে পাগলের বেসে।
যেদিন,
সবাই তোমার পাশে রবে
তবুও তুমি একা,
সেদিন,
কবিতার ভিড়েই খুঁজো আমায়
পাবে আমার দেখা।
যেদিন,
দীর্ঘশ্বাসে চায়ের কাপে
খুঁজবে আমায় তুমি,
সেদিন,
দূরাকাশে দ্যাখো তাকিয়ে
তারা হয়ে আছি আমি।
১৪/৮/২০১৮ সময় ৪:১০