আকাশপানে মেলবো ডানা
বাঁধনহারা উড়বো রে,
পথের শেষে সবুজ আবেসে
যেথায় খুসি ঘুরবো রে।
কে আছে আজ বাঁধবে আমায়
শাসন বারন মানবো না,
মনের মাঝে ইচ্ছেগুলো
খুঁজছে নতুন ঠিকানা।
মনের কাছেই হারবো আমি
হারতে তবু নেই মানা,
চল ছুটে চল যেথা খুসি
হোকনা সে পথ অচেনা।
তোর চোখেতে বুনবো আমি
নতুন আরেক স্বপ্ন দ্বীপ,
সূর্যটাকে মুক্তি দিয়ে
তোর কপলে পরাবো টিপ।
চলরে মন তোরই মতো
বাঁধনহারা আমরা দুই,
কল্পলোকের প্রেমিকা আমি
আমার কল্প প্রেমিক তুই।
২৫/৮/২০১৮ সময় বিকাল ৪ঃ০৮