কলম কাঁদায়, কলম হাসায়
কখনো আবার সুখে ভাসায়,
এই কলমের রীতি।
কলম সৈনিক, কলম বিপ্লবী
কলমের নেশায় মন পল্লবী
কলমেই প্রেম প্রীতি।
কখনো ঝরে রক্ত কালি,
কখনো আবার শ্রদ্ধাঞ্জলি,
কলম জ্ঞানের বানী।
কলম লিখে হৃদয়ের কথা
ভুলে যাই সকল আকুলতা
কলমকেই প্রেমী মানী।
ভালোবাসি লিখতে যাকিছু আছে
হৃদয়ের কোঠরে জমা,
কলম হল প্রেমিক আমার,
কলম'ই প্রিয়তমা।
১০/৮/২০১৮ সময় সকাল ১০:৪৭