একদিন আমি মরে যাবো
থাকবে পরে দেহ,
অন্তঃ পাড়ে হারিয়ে যাবো
জানবে নাতো কেহ।
কোলাহল থামবে সেদিন
রবো আমি নিথর,
বন্ধুরা সব কাঁদবে সবাই
ঝরবে অশ্রু অঝর।
একদিন আমি মানুষ থেকে
হয়ে যাবো লাশ,
সংগে যাবে আতর লোবাণ
চাঁটাই যাবে বাঁশ।
সব মমতা কাঁটিয়ে আমি
ওপারে দেবো পাড়ি,
আপন ঘরেই যাবো আমি
এই দুনিয়া ছাড়ি।
প্রাণ পাখি আমার উরে যাবে
শূন্য খাঁচা রবে পরে,
পৃথিবীর মায়া ছেরে দিয়ে থাকবো
অন্ধকার কবরে।