কি আছে রে তোর মাঝে
বলনা আমায়,
কেন এমন আকুলতা নিয়ে বসে থাকি।
শুধু তোর মুখচ্ছবি দেখেই পার করে দিতে পারি অগণিত রাত,
কি আছে তোর মাঝে
বলনা আমায়...

ক্লান্তি বিহীন অপেক্ষারা অপেক্ষার নামে অপেক্ষা করেই যায়, কোনো অভিযোগ থাকেনা, কখনো মুখ ফুটে বলেনা।
কেন এমন জ্বালাতন করিস, কেন একবার ঘুরে দেখার সময় হয়না;

ঘরের এককোণে আনমনা হয়ে বসে থাকি
কখন যেন এসে বলবি, দ্বার খোলো, আমি ক্লান্ত পথিক, একটু বিশ্রাম নেবো, খোলো দ্বার খোলো আমারে আশ্রয় দাও।

আজ থেকে বহুবছর আগে তোর জন্য কত অগণিত রাত জেগেছি তার হিসেব নেই, আজ আবার নতুন করে তোর প্রেমে পরেছি, তুই সেই কাব্য যার জন্য জীবনে প্রতিটি রাত নির্ঘুম কাটাতে পারি।

ভালোবাসার শীর্ষে তোর অবস্থান, একটু একটু করে আমি তোর মাঝে আসক্ত হয়ে গেছি, আমি বারে বার তোর প্রেমে পরেছি। তুই সেই, তুই আমার কবিতার কাব্য।

১৬/৭/২০১৮ সময় ৩:৫০