কবির মনে অনেক প্রেম
আমিও ছিলাম পিয়াসী,
কবির প্রেম ছিল সকলের তরে
আমি ছিলাম হিংসুটে।
কবি সবার মনে প্রেম জাগায়
নিজের ভিটা শূন্য,
কবির প্রেমে অনেকেই পাগল
কবির জীবন ধন্য।
কবি লিখে যায় আপন মনে
কে যে তার নায়িকা?
অনেকেই প্রেমে পড়ে
কবির কবিতার, কবি নিঃসঙ্গ একেলা।
কবির কবিতায় সার্থক
অনন্ত, মধুমিতা, নলিনী,
কবির কথা কবিতাই জানে
আমার কথা আমি বলিনি।