এলোমেলো লেখায় কি আর
কবি হওয়া যায়?
সকল লোকে তবুও আমায়
কবি বলেই কয়।
আমি কি আর লিখতে পারি
চার দেয়ালে বসে,
কলম ছাড়াই লিখে চলি
ফেসবুকে এসে।
কি যে লিখি আগা মাথা
নাই তার মিল,
লিখে চলি আপন মনে
ঘরে দিয়ে খিল।
তোমরা যখন কবি বলো
অবাক তখন হই,
আপন খেয়ালে বলি তখন
কবি আমি নই।
১২/১২/২০১৭ সময় রাত ১:২০