লজ্জিত আজ বাংলা মাতা
লজ্জায় ভিজে চোখ,
গর্বে ছিল যার ছাতি ফোলা
আজ সে করে শোক।
দিনের আলোয় সবার সামনে
ধর্ষিতা হয় ছাত্রী,
বিবেক বুদ্ধি বিসর্জন দিলো
অন্ধ হলো নেত্রী।
আমরা আজ অসহায় জনতা
দুঃখে ভাসাই বুক,
আমজনতা নীরব স্রোতা
নেতাদের সব সুখ।
ভাঙ্গবে যেদিন শখের খেলা
পার পাবিনা কেহ,
হারাবি তুই কূলকিনারা
হারাবি তুই দেহ।
মরবিরে তুই ধুঁকে ধুঁকে
আজকে বলে যাই,
সবকিছুরই সাজা হবে
তোর তো ক্ষমা নাই।
৫/৮/২০১৮ সময় সন্ধ্যা ৭: ৪৫