এত ঘুম কোথায় থাকে
জেগে ওঠো, একটু শোনো
মেঘমালারা চন্দ্র ঢাকে
আলো আঁধারে লুকায় যেনো।
এই নিশিতে প্রণয় জাগে
একলা তবু রাখলে আমায়,
মধু পূর্ণিমা ফুরিয়ে এলো
তবুও তোমার হলো না সময়?
রাগ করেছি, ফিরবো না আর
মান ভাঙ্গাতে এসো না,
ভুলে যেয়ো, আমিও ছিলাম
আমায় মনে রেখো না।
আবার যদি একলা থাকো
ফিরে যেয়ো আপন নীড়ে
স্মৃতিগুলো মুছে দিয়ো
ব্যস্ততার সকল ভিড়ে।।
১৩/৮/২০১৮ সময় রাত ১২ :১০