আচ্ছা দুপুর, বাজলো নূপুর,
খুকু সোনার পায়ে'তে,
হাতে চুড়ি, রেশমি শাড়ী
সোনামণির গায়ে'তে।
ছন্দে তালে নাচছে খুকু
নাচের কি বাহাররে
ঠোঁটের কোণে মিষ্টি হাসি
লাগছে কি যে আহারে;
সাড়া বাড়ি মাতিয়ে রাখে
হৈ হুল্লোর আনন্দে,
বায়না যে তার একটুখানি
নাচবে শুধু সানন্দে।
ডাকছে দাদু ও'রে সোনা
এবার একটু থাম'নারে,
ঘেমে ভিজে হইলি সারা
এবার একটু দম'নেরে।
সূর্য্য মামা ভীষণ কড়া
রোদ উঠেছে তেতিয়ে,
বিকেলবেলা নাচিস আবার
পুরো উঠান মাতিয়ে।
খুখু বলে আর একটু
সবে তো হলো শুরু
আমি হলাম, শিষ্য তোমার
তুমিই আমার গুরু।
দাদু বলে ও'রে পাজি
হাতের কাছে আয়,
নিজের স্বভাব কেমন করে
লাগাস আমার গায়?
২৯/৭/২০১৮ সময় ২:৩২