পৃথিবীর এই মায়া ছেড়ে
চলে যাবো জবে,
কেউ হবেনা সঙ্গী সাথী
সঙ্গী কবর হবে।
রঙিন এই ভুবন মাঝে
কেউ কারো নয়,
তবুও মন নানান জনেরে
আপন বলেই কয়।
আপন আপন করি যারে
সে হইলো পর,
দম ফুরাইলেই যাইতে হবে
অন্ধকার কবর।
সময় থাকতে ওরে মন
সঠিক পথ ধর,
দমে দমে আল্লাহর নামটি
মুখে ধারণ কর।
একদিন তো সাঙ্গ হবে
সকল সাধের খেলা,
মাটির পুতুল মিশবে মাটিতে
ফুরাবে যখন বেলা।
ওহে মুমিন মুখে তোমার
আল্লাহর নামটি ধর,
সকল পাপের ক্ষমা চেয়ে
মৃত্যুকে স্মরণ কর।
১৩/৯/২০১৮ সময় রাত ০৯: ৫৩