তোমাকে আড়চোখেই দেখতে ভালোলাগে, দূর থেকে তোমার অস্থিরতা উপভোগ করি, কেন জানি অন্যরকম এক ভালোলাগা ছুঁয়ে যায় আমায়। ভয় পাই তোমার চোখে চোখ রাখতে, যদি না বলা কথাগুলো চোখের মাঝে খুঁজে পাও।
জানো আজাকাল আমি ইচ্ছে করেই পালিয়ে বেড়াই, কেন তার কারণ নাহয় নাইবা জানলে।
একটা কথা কি জানো; খুব ভয় হয়, কেন এমন হয় তাও অজানা। কেন জানি খুব স্বার্থপর হয়ে গেছি আমি।
তাই নিজেকে বোঝাই আর কত? আর কত ভুল করে কষ্ট কিনবে? এবার নাহয় একটু ভালো থাকা উপভোগ করে নাও।
আচ্ছা কেন এমন হয় বলতে পারো? মন টা বড়ই নির্বোধ, নানান প্রশ্নে মাতিয়ে রাখে আমায়, আমি এলোমেলো হয়ে যাই, কোনো উত্তর খুঁজে পাইনা। লোভী মন আকাশের চাঁদ ছুঁতে চায়।
আচ্ছা তুমিই বলো এ কেমন চাওয়া।আকাশের চাঁদ কী মাটিতে শোভাপায়?
৩১/৩/২০১৮ সময় রাত ৩:৪০