কে কবি?
আমি তো দেখি সকলেই
আমি, তুমিতে, ডুবে রয়;
সারাদিন ব্যস্ততা,
সন্ধ্যায় চায়ের কাপে তৃপ্তিকর চুমুক,
তারপর রাতে,
প্রেয়সীকে নিয়ে হৃদয় তোলপাড় করা
কিছু কাব্যিক রচনা।
শুধু কী তাড়াই কবি হয়?
আমি বলছিনা, আমি কবি।
আমি জানি,
আমি স্বরমাত্রা, ছন্দবিত্ত,
আমি কিছুই বুঝিনা,
কি লেখি সেটাও জানিনা।
তবে এটাই সত্য,
আমি কিন্তু কবি নয়;
জীবনে প্রেম ভালোবাসা থাকবেই,
বিরহতে পুড়ে প্রেমের সুখ অনুভূতি উপলব্ধি করবে প্রেমিক হৃদয়,
তাই বলে কলমে বারুদ থাকবে না,
সে কেমন কবি,
বড় জানতে ইচ্ছে হয়?
৬/৮/২০১৮ সময় বিকাল ৫:৫৩