মনের দরজা খুলে এবার
হাসতে শেখো সু জন,
চাঁদের আলোর জ্যোৎস্না টাকে
বন্ধু ভাবো ও মন।
ধরার মাঝে একা আসা
একাই যেতে হবে,
মিথ্যে কেন মায়ার বাঁধন
এই দুনিয়ায় তবে?
অশ্রু মোছ চোখের কোণের
থাকবে ভালো তুমি,
উড়াল দাও দূর গগনে
বিশ্ব টাকে চুমি।
ধরার তলে সবুজের বাহার
গগন জুড়ে নীল,
কান্না, হাসি মিত্র দু'জন
এই ধরাতেই মিল।
কান্না, হাসি দু'য়ের টানেই
জীবন নদী চলে,
হাসির পরেই কান্না আসে
সকল লোকেই বলে।
৩০/৩/২০১৯ সময় ৩:১৬