তুই আমার আঁধার ঘরে আলো
তবু অন্ধকারেই আমার বাস। "প্রদীপ"
প্রদীপের নীচেই থাকে আঁধার।
তুই আমার একলা পথের সঙ্গী
তবু একাই আমাকে চলতে হয়। "মৌনতা"
নীরবতায় কাটে অগোছালো ক্ষণ।
তুই আমার অগোছালো কথার মাঝে
বেঁচে থাকার একমাত্র প্রেরণা। "আশা"
তাইতো স্বপ্ন বুনে যাই মনের কোণে।
তুই আমার মনের গভীরে লুকানো
অনেক নাবলা কথার একটাই আস। "দীর্ঘশ্বাস "
পাওয়া না পাওয়ার সমাপ্তি এখানেই।
তুই আমার ছাই চাপা আগুন
শুধু তিলেতিলে পুড়িয়ে মাড়িস। "চিন্তা"
একেবারে নিঃশেষ করিস না।
৩১/৯/২০১৮ সময় রাত ৮:৩৩