আমি নিশুতি রাত
আমি কালো কন্যা....
আমি দুঃখির ঘরে ঝড়
আমি কান্নার বন্যা....!!
আমি নিস্তব্ধ এক মানবী
আমার স্বপ্ন দেখতে মানা....
তোমাদের ঘরে আলোর খেলা
আমার আলো আজও অচেনা....!!
সেই আলোতে কি হয় বলো
যে অন্ধকার কে অন্ধকারেই রাখে....
যার আলোর রেখা অন্ধকার কে
আলকিত করতে পারে না
সেই আলো আমার প্রয়োজন নেই....!!
কি বিশ্রী ছিল সেই শব্দ গুলো
আমি ভেবে অবাক হই....
অতো সুন্দরের মাঝে কি ভাবে রয়
ওসব আবর্জনা, ময়লা ধুলো....!!
ভাগ্যিস আমি কালো
নয়তো তোমাদেরই মতো আমিও হতাম....
অহংকারী, সুন্দরের মাঝ থেকে
অসুন্দর খোজা, একটা নর্দমা....!!