সকাল সকাল উঠতে হয়
খালি পায়েই ছুটতে হয়,
ফুল যদি আজ না পাই
সারাদিন ঘরে খাবার নাই।
ছোট্ট বোনটি কান্না করে
যাচ্ছে বুঝি ক্ষুধায় মরে,
পেটের ক্ষুধা আর সয়না
ঘরেতে আর মন রয়না।
থাকবো কেন হাত গুটিয়ে
ক্ষুধার জ্বালা সঙ্গে নিয়ে,
বাঁচার মত বাঁচতে চাই
স্লোগান দিয়ে কোনো লাভ নাই।
চাইনা হতে নেতা আমি
নিজ কর্মই সবচেয়ে দামী,
ভুলি সকল লাজ
কাজ করে খাই কাজ।
২১/৪ /২০১৮ সময় সকাল ৭:১৮