আমার এলোমেলো শব্দগুলো মাঝেমাঝে
বীভৎস রূপে জন্ম নেয়,
না কোনো কবিতাও হয়না।
কোনো ছন্দ ও মিলেনা,
মনে হয় যেন এক বিকলাঙ্গ কাব্য শিশু।
আমি হাতারাই চারিদিক,শব্দগুলো লুকোচুরি খেলে আমার সাথে,
আমি ধরতে পারিনা তাদের।
মস্তিষ্ক থেকে জোড় করে কয়েকশ শব্দ জড়ো করি,
তবুও সুস্থ কাব্য ভূমিষ্ঠ হয়না।
আমি নিরাশ হই, এই নশ্বর জীবনে বুঝি
সুস্থ কাব্য জন্ম হবে না,
কতজন কত কাব্য লেখে আমারও
সাধ জাগে মনে, আমিও একটা সুস্থ কবিতার জন্ম দেবো।
দুর্ভাগ্য আমার, কল্পনাতীত কাব্যরস একটাও
কবিতা ভূমিষ্ঠ করতে পারেনা,
কল্পনার জগতের কবিতা আমার
বিকলাঙ্গ'ই রয়ে যায়।
আমি তৃষ্ণার্ত পাখির মত ডানা ঝাপটাই,
কবিতার ছন্দ খুঁজে বেড়াই,
মিলেনা কোথাও সেই শব্দময় ছন্দ,
তৃষ্ণাতুর মন,
হয়না পূরণ আমার কবিতা লেখার সাধ।
অতৃপ্ত মন নিয়েই পড়ে থাকি, আমার কুড়ে ঘরে,
যেখান থেকে পালিয়ে বেড়ায় শব্দগুলো,
পরিপূর্ণ রূপ নেয়ার আগেই বেড়িয়ে আসে।
অপূর্ণতা নিয়ে জন্মনেয় আবারো এক নতুন,
অস্পষ্ট, অবুঝ কাব্য শিশু।
৬/১২/২০১৭ সময় রাত ৩:৩০