জোনাকি
--ডলি পারভীন

আমি জানি, আমি তোমার জীবনে, কিছুনা।
আমি জানি, আমার কোনো অস্তিত্ব নেই, তোমার ভুবনে।
আমি এও জানি আমি
হতাশা, যে কারো আপন নয়।
তবে...  মিছেই কেন আমায় খোঁজা?
জানি আমি অপ্রয়োজনীয়, আলোতে কারো কাজে লাগিনা আমি।
রাতের আঁধারে আমাকে আঁকড়ে ধরে স্বপ্ন বোনা,
আমি মিটমিটে আলো,
যার নাম, জোনাকি।

১৪/৪/২০১৮ সময় রাত ১০:৪৩