তুমি, জানতে চেয়ো-না, আমি কেমন আছি?
জানতে চেয়ো-না কেমন করে কাঁটে আমার ক্ষণ।
আমি খেয়েছি কি-না, ঘুমাবো কখন, কিচ্ছু জানতে চেওনা।
তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই।
তুমি প্রশ্ন করোনা আমায়, কেন বিকেলে ছাদে উঠিনা, কেন সন্ধ্যা হলে প্রদীপ জ্বালাইনা,
কেন রাতেরবেলা জানালার গ্রিল ধরে আর দাঁড়াইনা।
পারো যদি আমাকে দেখে বুঝে নিয়ো,
আমার রাতদিন কেমন কাটে।
যদি একবার নিজের বুকে হাত রেখে প্রশ্ন কর, হয়ত আমার উত্তরের চাইতেও সহজ উত্তর তোমার কাছেই আছে। আমাকে নিয়ে ভেবোনা, তোমার কথা বলো।
ভালো আছো তো? আমায় ভুলে?
১০/৪/২০১৮ সময় রাত ১২:৫৭