ওই যে ওরা আসছে, চেয়ে দেখো  ধেয়ে আসছে ওরা।
এখনি সময় রুখে দাড়ানোর, ওঠো নবীন জাগো, জাগ্রত হও।

ভেঙ্গে ফেলো ওই অদৃশ্য শিকল,
কিসের ভেদাভেদ কিসের দ্বন্দ্ব কি কারনে লড়ছে এরা?
কি চা'ই এদের, আর কত,
এবার তুমি রুখে দাড়াও।

আর কত রক্ত ঝড়লে,
তুমি প্রতিবাদী হবে,
হে নবীন তোমার রক্ত কি হীমবাহের মতো শিতল হয়ে গেছে?

কেন এখনো তুমি নীরব,
শরীরের প্রতিটি রক্তকণায় আগুন জ্বালাও  এবার তোমরা রুখে দাড়াও।

জাগো জেগে ওঠো
মানুষের তরে মনুষ্যত্ব জাগাও,
এবার তোমার মানুষ হও।

২৭/১০/২০১৭