তোমার আকাশ তো বিশাল
আমি তো মুক্ত পাখির মতো,
উড়তে চেয়েছিলাম,
কেন আমাকে এতো,
নিয়মের শিকল পড়িয়ে দিলে।
নিয়ম তো আমিও জানি
হোক না কিছু অনিয়ম ভালবেসে।
তোমার আকাশে জায়গা হবে না
একবার বলে দিলেই পারতে,
তাই বলে কি ডানাটাই কেটে দিবে?
যদি ভালবাসাটাই অপরাধ হয়
তবে হ্যাঁ আমি তোমার অপরাধী।
কারণ,আমি এখনো তোমাকেই ভালবাসি।