জড়িয়েছি তোঁরে মায়ার বাঁধনে
হারিয়ে যাবি নাতো
কোন ঝড় প্লাবনে....!!
বুকের খাঁচায় পুষেছি তোরে
বাঁধিনি শিকল পায়ে তে.....!!
হারাবার ভয়, ক্ষণে ক্ষণে হয়
যদি হারিয়ে যাস ওপাড়ে....!!
কেন এমন হয়, কেন লাগে ভয়
হারাবার আছে কি ভেবে না পাই...!!
পেয়েছি কি তোঁরে,প্রশ্ন করি মোরে
তবে কেন আপন মনে এতো সংশয়...!!
একদিন তো যেতে'ই হবে,
তোঁর কি বা আমার,
তবে কেন আমি আগে নয়..!!