কে ভাবলো ছোট কা কে
কে ভাবলো বড়,
এই নিয়েই দ্বন্দ্ব হলো
হিসেব কি তা কর।
কে যে নিলো আমের বোঝা
কে যে নিলো ছালা,
চোর ব্যাটা সে দৌড়ে গেলো
বলল এবার পালা।
আমি ভয়ে কুঁকড়ে মরি
কি করেছি ভুল?
আমি কেন দৌড়ে যাব
পাইনা ভেবে কূল।
পিছন থেকেই চেঁচিয়ে বলে
ধর ব্যাটাকে ধর,
ধাক্কা মেরেই বলে আমায়
এখান থেকে সর।
পরে গিয়ে, উঠে দাঁড়াই
প্রশ্ন ছুঁড়ে তাকে,
কি হয়েছে, এমন করে
ছুটছ কোন বাঁকে।
ওই ব্যাটা তো চুরি করে
ভরছে তাদের পেট,
মহাজনের চুরি, দেখলে পরে
হবে মাথা হেট।
সব কিছুতে বড়, ছোট
চুরির বেলায় নয়,
এমন হিসেব করবে যে জন
সে জন গুণী হয়।
২৬/১২/২০১৭ সময় রাত ৯:৩০