মনের কি আর কাজ আছে
যা খুশি তাই চাইতে পারে,
চাইলেই কি সব পাওয়া যায়?
তবুও মন কত কিছু চায়।

ইচ্ছে ঘুড়ি স্বপ্নে উড়ে
বাস্তবে কি উড়তে পারি?
লোকের চোখে চক্ষুশূল
আমি তো ভাই হলাম নারী।

বোবাকান্না ইচ্ছেগুলো
গুমরে কাঁদে মনের ঘরে,
কত ইচ্ছে চাপাপড়ে
বাস্তবতার কঠিন ঝড়ে।

যাচ্ছে জীবন যেমনতেমন
যাক-না রে ভাই,যাচ্ছেই তো,
ভাবনা কেন মিছেই এখন
ভাবতে গেলেই অশ্রুসিক্ত।

৩/৪/২০১৮ সময় রাত ৮:৫০