আমি আমাকে চেনার আগেই
তুমি আমাকে চিনেছিলে।
তুমি খুব জ্ঞানী, তাই হয়তো
আমার সাথে আমার পরিচয় করাও নি।
আমার কাছেই আমার বিরুদ্ধে অভিযোগ তোলোনি।
তুমি এটাই হয়তো চেয়েছিলে
আমি'ই আমাকে চিনে নেই।
হয়তো বা এমনো হতে পারে,
আমাকে বলার পরে
আমি তোমাকেই এড়িয়ে যেতাম,
বিশ্বাস করতাম না তোমার কথা।
আমার ভেতরের আমিটা এতটা জঘন্য,
ভয়ংকর নৃশংস একটা খুনি।
বিশ্বাস করো প্রতিবার তোমার সামনে দাঁড়িয়েছি নবজাতকের মতো, চোখে কাজল পড়েছি,
কপালে টিপ, কাচের চুড়ি সব কিছু ছিলো
শুধু তোমার জন্য।
কিন্ত আজ, আজ যখন আমার ভেতরে ঝুঁকে দেখলাম
এত ভয়াবহ রূপ, আমি কিছুতেই আর তোমার সাথে চোখ মেলাতে পারছি না।
আমাকে আমার কখনোই চেনা হতো না।
যদি তুমি না আয়না হয়ে আসতে।
ওহে আয়না কৃতজ্ঞ তোমার কাছে।
এখন আর ভালোবাসার মায়ায় নিজেকে ভোলাই না
ঘৃণা'ই জমে গেছে নিজের জন্য নিজের।
২৮/৫/২০২১ সময় রাত ১২:১৮