আয় দোস্ত, কদম তলে
যাই কুড়াতে কদম কলি,
টোপর ভরে, আনবো রে ফুল
ফুটবে মুখে কথার ঝুলি।
আয় যাবি কি, তপ্ত রোদে
গামছা কাঁধে নাইতে জলে,
থাকবো আমি, তোঁরই সাথে
যাসনে একা আমায় ফেলে।
একটু দাঁড়া, শোন'রে মনা
আমিও যাবো, নে না আমায়,
নৌকো নিয়ে, ছুটলি রে তুই
আমায় কেন রাখলি ডাঙায়।
আমি কি আজ, পর হয়েছি
রাখলি কেনো দূরে দূরে,
দোস্ত আমার, ভাবি তোরে
তাই তো আসি ঘুরে ঘুরে।
আগের মতই, চল ছুটে যাই
খেয়া পাড়ের ওই না ঘাটে,
ছোট্ট বেলা, ফিরিয়ে আনি
ছুটি আবার খেলার মাঠে।
২০/১১/২০১৭ সময় ১:৩০