ফেসবুক পোকা রে তুই
ফেসবুক পোকা,
গ্রুপ গ্রুপ করে মরিস
তুই যে বড় বোকা।
কি করবি কমেন্ট দিয়ে
কি করবি লাইক,
ভাবছিস কি লাইক বেচে
কিনবি একটা বাইক।
হাজার হাজার ফলোয়ার
আছে হাজার ফ্রেন্ড,
একটা কথা বলি তোঁরে
করিস না তুই মাইন্ড।
ছোট মানুষ বুদ্ধি কম
তবুও বলে যাই,
বন্ধুর মতো বন্ধু আমি
একজনকেই চাই।
ফেসবুকে তো হাজার জন
তাঁরে কোথায় পাবি,
যার কাছেই রাখতে পারিস
তোঁর সকল দাবী।
আমিও কম না তোঁর'ই মতো
ফেসবুকেরি পোকা,
আমারেও ডাকে সবাই
ফেসবুকের বোকা।