ফেসবুক দুনিয়ায় নির্বাচন,
করছে সকল প্রিয়জন।
যে যার মত দিচ্ছে ভোট,
কেউবা আবার বাঁধছে জোট।
টাইমলাইন চলছে প্রচার কাজে,
কমেন্ট বক্সে লড়াই বাজে।
বহুদিনের সুজন বন্ধুরে,
রাখে শেষে ব্লকের ঘরে।
দলের আগে কিছুই নাই,
বিবেকবুদ্ধি মৃত ভাই।
জেতার নেশায় ছুটছে দেশ,
সোনার বাংলা হচ্ছে শেষ।
মায়া-মমতা নাইরে টান,
স্বার্থের টানে নিচ্ছে প্রাণ।
ফেসবুক ছিল বন্ধুপাড়া,
এখানেও লড়াই করছে তাড়া।
দল-মতের লড়াই হচ্ছে,
বন্ধুত্ব সব ছিনিয়ে নিচ্ছে।
টাইমলানের নির্বাচন,
বন্ধ কর শুধিগন।
দ্বন্দ্ব বিদ্বেষ ভুলে যাক,
সুসম্পর্ক বজায় থাক।
২৭/১২/২০১৮ সময় সকাল ৮:৩০