তুমি তো ভাই সোজা মানুষ
আমিই হলাম গড়ল,
হিসাব তো কঠিন নয়
অংক হলো সরল।
বুঝতে কেন কর দেরি
বলি কি অন্য ভাষায়?
না বোঝার ভান করে
থাকো কিসের আশায়?
ভাবছি শুধুই আগে পিছে
ভাবনার নাই শেষ,
মন ভালো নেই , কে বলেছে?
বুঝলে তুমি বেশ।
এতটুকুই চিনলে বুঝি,
অভিযোগ কর খুব,
শুধু আমায় বোঝনা তুমি
কেন থাকি চুপ।
যেদিন তুমি বুঝবে আমায়
থাকবো না আর আমি,
নতুন বন্ধু খুঁজে নিয়ো
অন্য কোথাও তুমি।
২৪/৩/২০১৮ সময় রাত ৩:২৭