আমার নেত্র যুগল আজ জল শূন্য,
আর কোনো দুঃখ স্পর্শ করেনা আমাকে।
এখন আমি কাঁদিনা,কারো জন্য'ই না,
এখন আমি বাঁচি,নিজের জন্য বাঁচি।
শুকনো পাতার মত আজ,উড়িয়ে দিয়েছি স্বপ্ন,
মরুভূমিতে বসত আমার,ধুলোয় খুঁজে ফিরি রত্ন।
পথহারা পথিকের মত, ঠিকানা নেই কোনো,
নেই কোনো মিথ্যে মায়ার পিছুটান।
সকল মায়াজাল ছিঁড়ে ফেলে আজ আমি মুক্ত,
মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে উড়ে বেড়াই।
কারো ছলনাময়ী ভালবাসা, আমাকে ভোলাতে পারেনা,আমি শিখেছি কিভাবে একলা,একাই বাঁচতে হয়।
জন্মলগ্ন থেকে তো একাই ছিলাম, তবে আজ কেনো পারবোনা। না,আর বেঁধোনা আমায়।
আমি মুক্তি চাই, ধুলার সাথেই মিশে যেতে চাই।
একদিন তো মিশেই যাব,তবে আজ কেনো নয়?
১৩/১২/২০১৭ সময় রাত ১১:৩০