একলা আমি
_____ ডলি পারভীন
কই রে তোঁরা মানিক রতন
আমার কি একা ভালোলাগে বল,
বয়স আমার বাড়ছে দ্যাখ
চক্ষু ছলছল।
একলা ঘরে বুড়ো মানুষ
কেমন করে থাকি,
কই গেলিরে ময়না টিয়া
টুনটুনি আর পাখি।
ঘুরে ঘুরেই তোদের খোঁজা
বিরক্ত করি খুব,
তোঁদের ছাড়া একলা ঘরে
একাই থাকি চুপ।
একলা কি আর ভালো লাগে
বলনা তোঁরা বল,
কেমন করে আনিস তোঁরা
বুবুর চোখে জল।
৭/১১/২০১৭