এক দিন তুমি আসবে
দখিনা বাতাস হয়ে,
কৃষ্ণচূড়ায় ফুটবে অসংখ্য ফুল
কোকিলের কন্ঠে গান
প্রাণ যেন ফিরে পাবে প্রাণ।

কুয়াশার শিশিরে
ধুয়ে যাবে সব বেদনা,
তুমি আসবে ক্লান্ত পথিক
আমি র'বো নীরব সেদিন
শুধু দেখব ও দুটি নয়নে।

কত না বলা কথা তোমার মনে
এসেছো তুমি পথ ভোলা
আমারও দুয়ার প্রান্তে,
কখন যে এসেছো তুমি
পারিনি আজও জানতে।

কত এলোমেলো স্বপ্ন বোনা
অদেখা তোমাকে নিয়ে,
তুমি কি এসেছ,
হৃদয়ে যেন ঝংকার বাজে
প্রিয় শুধুই তুমি মাঝে।

১৯/১০/২০১৫