অপেক্ষার নয়নে কাটিয়ে দিলাম
কয়েকটি প্রহর,
চেয়ে চেয়ে দেখলাম
তোর আসা-যাওয়া।
ভেবেছি তুই এসেই আমায় ডাকবি,
কিন্তু।
তুই তো ফিরেও তাকালি না।
জানিস তো,
অপেক্ষায় প্রহর অনেক কষ্টের হয়,
ও তুই বুঝবিনা।
আমিও চাই তুই যেন না বোঝস
কারণ কী জানিস?
একাকী সময় বড়ই যন্ত্রণাময়।
১২/১/২০১৭