নিজেকে কখনো
একা ভেবো না..
সবাই যখন চলে যাবে,
রাত্রি যখন নিরব।
তখনো কেউ তোমার সাথেই আছে,
ভেবোনা তুমি একা..!!
রাত্রি যখন ঘুমের চাঁদরে
দূর থেকে ভেষে আসে
শেয়াল, কুকুরের ডাক
ভয় পেওনা তখন...
চোখ বন্ধ করে ভাবো
দেখো সে তোমার সাথেই আছে..!!
ওই যে শোন, শুনতে কি পাচ্ছ?
ঝিঁঝিঁরা কি বলে..
আকাশে দেখো কত তারা
ঝিকিমিকি আলোর খেলা।
এখনো কি নিজেকে,
একাই ভাবো..?
না না ভেবো না তুমি একা..!!
রাত তো ক্ষণিকের
একটু পরেই আলো ছরিয়ে
আকাশ জাগবে...
জেগে উঠবে পাখিরাও।
তবে কেন নিজেকে একা ভাবো?
আর ভেবো না, তুমি একা...!!