তুমি জানলে না
আমার সেই না বলা কথ গুলো।
একটা কথা কি জানো?
তোমাকে ভালবাসি সেই ছোট
বেলা থেকেই,
বলি বলি করেও
আর বলা হলোনা।
আজ ভেবে ছিলাম
তোমাকে একটা সারপ্রাইজ দেবো।
এখন দেখছি আমি নিজেই
সারপ্রাইজ পেয়ে গেলাম।
বন্ধু মহলে সবাই বলতো
এই ভাবে এক তরফা ভালোবাসিস না।
আমই সব সময় বলতাম
নারে,
এখনি আমার ভালোবাসার কথা বললে ওর লেখা পড়ার ক্ষতি হবে,
ওরে আরো একটু বড় হতে দে,
আরো একটু বুঝমান হতে দে।
বিস্বাস করো চোখের সামনে যে
এতো বড়ো হয়ে যাবে কখনো বুঝতে পারিনি।
আজ যখন বুঝলাম,
আজ অনেক দেরী হয়ে গেছে,
আজ তুমি অন্য কারো হয়ে গেছো,
তোমাকে না বলা ভালোবাসা আমার।
এক তরফাই রয়ে গেলো।