রুদ্র : কোথায় ছিলে তুমি? তুমি কি বুঝতে পারো না আমি অধির আগ্রহে অপেক্ষা করি তোমার জন্য। কেন এমন করে কষ্ট দাও আমায়?
মেঘা : তুমি জানোনা আমিও কতটা অস্থির ছিলাম তোমায় না দেখে। আমার সময় কেটেছে খুব ব্যস্ততায়, আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দেইনি।প্লিজ ভুল বুঝনা আমায়।
রুদ্র : কিসের এত ব্যস্ততা ছিল তোমার, কেন অমন করে নীরব রইলে। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি?
মেঘা : না-না রুদ্র এভাবে বলোনা, তোমাকে ভুলে একটা মুহূর্ত ছিলাম না।
আমার মনের আনাচেকানাচে তুমিই আছো। আর কেউ নেই, এতটুকুই জেনো।
রুদ্র : একটা কথা বলবে? তুমি সত্যি করে বলতো, আমার অস্থিরতা আমার না বলা কথা এসব কী তুমি বুঝতে পারো? আমি তোমাকে ভালোবাসি কি-না তুমি কী সত্যিই বুঝতে পারো?
মেঘা : হুম পারি খুব বুঝতে পারি, বাতাস যখনি আমায় ছুঁয়ে যায় আমি বুঝতে পারি ওটা তোমার দীর্ঘশ্বাস। যখন চাঁদের আলো মেঘের আড়ালে লুকায়,আমি বুঝতে পারি তুমি অধির হয়ে আমাকেই খুঁজেছ।
রুদ্র : যদি সব বোঝ তবে কেন আড়ালে থাকো। কেন বুঝতে চাওনা আমার ভালোলাগে তুমি কাছে থাকলেই। তোমার দূরত্ব আমাকে অবহেলার চাদরে ঢেকে দেয়।
মেঘা : ভয় পেয়ো না, যত দূরেই যাই আমি, ঘুরে ঘুরে আসবো তোমারি আঙ্গিনায়। মনে রেখো আমি আছি, তোমার নিশ্বাসের প্রতিটি বারতায়।
৫/৪/২০১৮ সময় রাত ১২:১০