আমি শুধু তোমাকে আলো দেবো ভেবে নিজেকে পুড়িয়েছি,
তুমি আমাকে বুকে জড়িয়ে পুড়ে যাওয়ার ভয়ে আঁধারকে আপন করে নিলে?
আমি তোমার নিঃসঙ্গতা ভুলিয়ে দেবো ভেবেই এসেছি, তুমি আমাকে পর মানুষের মতই দূরে ঠেলে দিলে।
আমার বুকের পাঁজরে তোমার নাম লিখেছি, ঝড়িয়েছি তাজা রক্ত,
তুমি লোকলজ্জার ভয়ে নিজেকে আড়াল করে নিলে।
তোমার হাত ধরেই, আগামী পথ পাড়ি দেবো ভেবেছি, ছুটে এলাম তোমার ভরসায়। তুমি আমায় অচেনা পথে একা করে চলে গেলে।
এ কেমন ভয় তোমার?
যদি ভালোই বাসো, তবে এ কেমন ভয়?
৯/৭/২০১৮ সময় ৪:৫৭