ভালো কেন বাসো আমায়
বিরক্তি যদি থাকে?
এমন করে সাড়া দাও
কেন আমার ডাকে?
আমি কী তোমায় পর ভেবেছি
রাখলে তবু দূরে
কেমন করে আমায় ভুলে
থাকো তোমার ঘরে?
দিনের শেষে রাত্রি থাকে
আঁধার শেষে আলো
চাঁদের গায়ে কলঙ্ক আছে
রাতের গায়ে কালো।
হইলাম তবু বিরক্তির কারণ
তবুও বাসো ভালো,
কেমনতর আঁধার দিলে
রইলো তবুও আলো।
১২/৯/২০১৮ সময় সন্ধ্যা ৬:১০