বুকের ভেতর ভীষণ ব্যথা
কেন এমন হয়,
এ যে তোমারি দেয়া উপহার
তা তো ভোলার নয়।
কেমন তোমার ভিতর বাহির
কেমন তোমার মন,
ভুলে রইলে কেমন করে
ওগো আমায় প্রিয়জন।
ভুলে যেওনা অবেলার সাথী
অপেক্ষায় থাকি আমিও,
কতটা শূন্যতা তুমি বিহনে
পারো যদি অনুভবে বুঝে নিও।
ব্যথানাশক ওষুধ তুমি,
বুকের পাঁজরে,
সকল ব্যথাই দূর হয়ে যায়
তোমার সোহাগ আদরে।
থাকতে সময় চলে এসো
ওগো আঁধারের সাথী,
তুমি বিহনে আমি ওগো
দিয়া বিহীন বাতি।