যে দীর্ঘশ্বাসে চাপাপড়ে অগণিত স্বপ্নেরা,
সে মানুষ আঁকেনা কোনো রঙিন আলপনা,
বৃথাই পথ চেয়ে থাকা, নিমগ্ন মন
কাজলেই লেপ্টে যায়, হাজারো সুখের কল্পনা।
যে পথ ছিল কাঁটায় ঘেরা
সে পথেও কেউ আসবে, ছিলনা জানা,
অন্ধকারের যাত্রী যে জন
সে খোঁজে না কখনো আলোর ঠিকানা।
যে মন ভাঙ্গে অকথ্যকথনে
সে মন কী পারে বাঁধতে নতুন স্বপ্ন;
পোড়া চোখ স্বপ্নে বিভোর
জাগরণে পাড় করে কত নিশি লগ্ন।
বক্ষদেশে চৌচির পথঘাট
সেখানে থাকেনা সুখের পদচিহ্ন ;
সুখের সন্ধানে কাঁটায় রজনী
নির্বিঘ্নে পেড়িয়ে যায় কত অপরাহ্ন।
ব্যথার রোদন অন্তর মাঝে
কেউ পায় না শুনতে আত্মচিৎকার,
কেউ বোঝেনা পূর্ণতার ঘনঘটা, তবু
হৃদ মাঝারে থাকে শূন্যতার হাহাকার।
২৪/৯/২০১৮ সময় বিকাল ৫:২০