তুমি কি দেখেছো
অনাহারে ক্ষুধার্ত জীবন নিয়ে কিভাবে চলছে ওদের জীবনযাত্রা,,?
তুমি কি জানো
কতটা হতাশা নির্বাক দৃষ্টদিয়ে ওরা সব কিছু দেখে হজম করে,,?
তুমি কি বোঝ
অভাব কি?
অভাবের তারনা কা কে বলে,,?
না, তুমি কি করে বুঝবে ওসব।
ওসব তোমার জানার কথা নয়..
তুমি তো ধনির দুলারী।
তুমি কি করে বুঝবে নিজে অভুক্ত থেকেও অন্যের মুখে খাবার দেয়ার মাঝে আনন্দ থাকতে পারে।
তুমি তো চাওয়ার আগেই সব পেয়ে যাও,
তুমি বুঝবে না,
কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কেমন।
তুমি কি জানো
পথের ধারে আবর্জনা থেকে কুরিয়ে যে ছেলেটা তার বস্তা বোঝাই করছে,
তার সারাদিন শেষে আহার টা যে কতো
তৃপ্তিকর হতে পারে,,?
না না তুমি বুঝবে কি করে
তুমি তো কখনো ক্ষুদা কি, জানোই না।
সব সময় তো নাক ছিটকিয়েছ, তুমি তো ওদের পোশাক টাই দেখেছ।
একবার ও কি ভেবেছ ওরাও মানুষ,,
ওদের শরিরেও রক্ত চলাচল করে,,?
আমি ভেবে পাইনা
কিভাবে নিজেকে মানুষ বলে দাবী কর তোমরা,,??
আমি ধিক্কার দেই তাদের
যারা শুধু দেখতেই মানুষের মতো।।