চোরাবালি...
----ডলি পারভীন

জীবনের পথে চোরাবালিতে
আটকে গেছে মন,
খুঁজি তাঁরে ভাবি যারে
কোথায় সেই জন।

দেখবো তাঁরে নয়ন মেলে
এইতো মনের আশ,
সুপ্ত মনের ভালোবাসা
করে গেলাম চাষ।

দিবানিশি ভাবনা জুড়ে
রইল শুধুই সে,
আমার মাঝে তাঁরেই খোঁজা
তাঁর মাঝে কে?

বুঝলো না সে মনের কথা
রইল শুধুই দূরে,
ব্যথিত মনের না বলা কথা
অশ্রু হয়ে ঝরে।

কে বুঝিবে কার বেদনা
কে বুঝিবে মন,
চোরাবালির ফাঁদে পড়ে
যাচ্ছে রে জীবন।

৮/১১/২০১৭ সময় সন্ধ্যা ৬:৪০