এই চন্দ্র' ঘুমালে নাকি?
দিনের তো এখনো অনেক বাকি।
এই চন্দ্র' হারালে কোথায়,
একলা একা রেখে আমায়।
এই চন্দ্র' ভয় পেলে কী,
নাকি আমায় দিচ্ছ ফাঁকি।
এই চন্দ্র' শুনছো না কেন?
ডাকলে কাছে লুকাও কেন?
এই চন্দ্র' চোখটি মেলো,
মনের যত কথা খোলো।
এই চন্দ্র' চেয়ে দ্যাখো এইতো আমি,
মন বাড়ালে পাবে তুমি।
১০/৫/২০১৮ সময় ৪:৩০