গভীর রাতে,
যখন প্রকৃতির ডাকে সাড়া দেবো বলে
বাইরে গেলাম,
হাতে জ্বালিয়ে মোবাইল টর্চ লাইট।
আমি নিজেই লজ্জিত হলাম চাঁদের কাছে,
অতো সুন্দর আলো ছড়িয়ে,
চাঁদ জেগে আছে।
মোবাইল ফোনের আলো তখন
বড্ড বেশী বেমানান।
মুগ্ধ নয়নে অবলোকন করলাম।
আহা সে কি রূপ,
তাই তো চিরকাল প্রেমিকদ্বয়
তাঁর প্রেমিকার সাথে
তুলনা করে যায়।
চাঁদের কল্পকথা কত কবির কবিতায়,
এই মধ্যভাগে এসে আমিও কি তবে
আবার প্রেমে পড়লাম?
অতো সুন্দর রূপ দেখে প্রেমে না পড়ে যে
সে তো কখনোই পূজারী হতে পারেনা।
কার কথা ভাববো আমি,
নিজেই পড়েছি লজ্জায়,
এখনো কি প্রেমে পড়া
আমাকে শোভা পায়?
কি আর করবো ও যেই সুন্দর
এক পলকে দেখেই যারে
প্রেমের আহ্বান
কি করে মন কে বাঁধা যায়?
পাছে লোকে যা বলে বলুক
আমার কি আসে যায়,
আমার কি আছে বলো
এই পথ থেকে ফেরার উপায়।