সখিরে,
চল বৃন্দাবনে যাই
তুই আর আমি মিলে চল,
অন্য এক পৃথিবী সাজাই।

সখিরে,
চল পাখি হয়ে ঘুরি
কোলাহল ছেড়ে চল আকাশেতে উড়ি।

সখিরে,
এখানে মানুষ চেনা দায়
ভালোবাসার দোহাই দিয়ে শুধুই ঠকায়।

সখিরে,
কেউ ভালোবাসে না, শুধু করে ছয়-নয়
মুখোশের আড়ালে লুকিয়ে থাকে ওদের অভিনয়।

সখিরে,
চল মুক্তিনেই
তুই আর আমি সাগরের গহীন জলে,
গায়ে মাখিস না ওদের কথা
যা-খুশি লোকে বলে।

২৫/৪/২০১৮ সময় দুপুর ১২:২৮