সমস্ত শরীরে শিহরণ জাগে
প্রিয় যখনি ডেকে যাও তুমি,
মনে হয় যেন কতকাল পরে
সিক্ত হলো হৃদয়ের উষ্ণ মরুভূমি।
প্রিয় আজ জড়তা ভেঙ্গে তুমি
খোলো হৃদয়ের দ্বার,
তোমার মাঝেই লীলা হবে
ভুলিব আমি আমার আমি।
আজ হব তোমার চরণ দাসী
আজ মন মাতাল,
তোমার প্রেমেই প্রণয়ে ঝড় উঠেছে,
থামিবেনা বুঝি আর।
ছুঁয়ে দাও প্রিয় ছুঁয়ে দাও মোরে
তোমারি মৃদু স্পর্শে,
মানবী জীবন পূর্ণ কর
বুকের মাঝে জড়িয়ে।