ছোট্ট বুবুর বিয়া
----ডলি পারভীন
সকাল বেলা কুটুম ডাকে
বাঁশের আগায় বসে,
মা রাঁধিবেন ফিন্নি পায়েস
মিষ্টি খেঁজুর রসে।
শহর থেকে আসলো কুটুম
মিষ্টি হাঁড়ি নিয়া,
দু'দিন পরে শুক্র বারে
ছোট্ট বুবুর বিয়া।
শহর থেকে আসলো মামা
আসলো ফুপু, খালা,
কাকিমাও ছুটে এলেন
ঘরে দিয়ে তালা।
তিন্নি, মুন্নি, মিম, মুনিয়া
গাইছে নানান গান,
এলোপাথাড়ি গাইছে সবাই
হরেক রকম টান।
বিয়ে বাড়ির ধুম পরেছে
লাগছে ভিষণ ভালো,
রাত্রি হলেই ঝলমলিয়ে
জ্বলবে রঙিন আলো।
দু'দিন পরেই চলে যাবে
বুবু শশুর বাড়ি,
বাপের ভিটা শুন্য করে
মায়ার বাঁধন ছাড়ি।
আসবে বুবু নতুন রূপে
নতুন জামাই নিয়া,
আহা কিযে দারুণ মজা
ছোট্ট বুবুর বিয়া।
১২/৩/২০১৯ সময় সকাল ৪:২২
স্থান শরিয়তপুর